বার্সেলোনার হয়ে আগামী ২০৩০ সাল পর্যন্ত দেখা যাবে তাকে। এর আগে ২০২৭ পর্যন্ত চুক্তিবদ্ধ ছিলো তিনি। ২০২২ সালে লা লিগার আরেক ক্লাব সেভিয়া ছেড়ে বার্সাতে যোগ দেন কুন্দে। এরপর সময়ের সাথে সাথে ক্লাবটির অন্যতম ভরসার নাম হয়ে উঠেন তিনি।
বর্তমানে কুন্দে দলের সাথে আছেন সাউথ কোরিয়াতে। সেখানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের নতুন চুক্তির কথা বলেন কুন্দে। তার পাশাপাশি তিনি বলেন, বার্সেলোনা ছাড়ার ইচ্ছা নেই তার।
তিনি আরো বলেন, 'হ্যাঁ, এটা এখন কেবল সময়ের ব্যাপার। আমরা (বার্সেলোনায়) ফেরার পর সব আনুষ্ঠানিকতা সেরে ফেলা হবে। আমি দারুণ খুশি। বেশ দ্রুতই সবকিছু হয়ে গেছে। ক্লাব ও আমার ভাবনা একই, পথচলায় ছুটতে থাকা। আমি এখানে খুবই খুশি, এই দলে স্বস্তি অনুভব করি এবং ক্লাবের উচ্চাকাঙ্ক্ষা নিয়েও আমি অনুপ্রাণিত। প্রতি বছরই আমরা সব শিরোপার জন্য লড়াই করব ও বার্সেলোনা ছাড়ার কোনো ইচ্ছে আমার নেই। ২০৩০ পর্যন্ত আমার চুক্তির মেয়াদ।'
গত মৌসুমে ঘরোয়া ট্রেবল জয়ে দারুণ ভূমিকা রাখেন তিনি। বিশেষ করে কোপা দেল রে'র ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ১১৫ মিনিটে গোল করে দলকে শিরোপা জেতান তিনি। কাতালান ক্লাবটির হয়ে এই বছর সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪১ ম্যাচ খেলেছেন এই ডিফেন্ডার। রক্ষণ সামলানোর পাশাপাশি গোল করেছেন ৭টি, সহায়তা করেছেন ১৮ গোলে। ক্লাবের হয়ে জিতেছেন এখনও পর্যন্ত দুটি করে লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ এবং একটি কোপা দেল রে।