close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

কাশিমপুর কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ডা. দীপু মনি

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগারে বন্দি সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের অন্যতম শীর্ষ নেতা ডা. দীপু মনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে তাকে চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডি..

কারা সূত্র জানায়, এ সময় তিনি মাস্ক পরা অবস্থায় ছিলেন। নিউরোলজি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার পর দুপুরে আবার কড়া নিরাপত্তায় তাকে কাশিমপুর কারাগারে ফিরিয়ে আনা হয়।

কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার কাওয়ালীন নাহার জানান, জেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকের পরামর্শেই তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে ফের কারাগারে আনা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ১৯ আগস্ট ডা. দীপু মনিকে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা একাধিক মামলায় তাকে আসামি করা হয় এবং পরবর্তীতে রিমান্ডে নেওয়া হয়।

No comments found