close

লাইক দিন পয়েন্ট জিতুন!

কার্বন সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় সুন্দরবন সংলগ্ন মালঞ্চ নদীর চর বনায়ন কর্মসূচি ..

Ranajit Barman avatar   
Ranajit Barman
মালঞ্চ নদীর চরে ১ একর ৪৪ শতক চরে  লিডার্স ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর যৌথ উদ্যোগে (২৬ জুন)  বৃক্ষরোপণ কর্মসূচি  অনুষ্ঠিত হয়েছে।  ..

কার্বন সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় সুন্দরবন সংলগ্ন মালঞ্চ নদীর চর বনায়ন কর্মসূচি 

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ ক্রমশ বনায়ন ধ্বংসের ফলে জলবায়ু পরিবর্তন হচ্ছে এবং পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ছে ।  পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কার্বন সংরক্ষণের জন্য বায়ুমণ্ডলের কম কার্বন নিঃসরণ, জীব বৈচিত্র রক্ষা এবং বাঁধ সংরক্ষণের জন্য সুন্দরবন সংলগ্ন মালঞ্চ নদীর চরে ১ একর ৪৪ শতক চরে  লিডার্স ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর যৌথ উদ্যোগে (২৬ জুন)  বৃক্ষরোপণ কর্মসূচি  অনুষ্ঠিত হয়েছে।  

 কর্মসূচির আওতায় স্থানীয় জনগণ ও স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে চরের পরিবেশ উপযোগী বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করা হয়। মূলত নদী ভাঙন প্রতিরোধ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং উপকূলীয় অঞ্চলের বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষাই এই কর্মসূচির মূল লক্ষ্য।

 কর্মসূচির উদ্বোধন করেন লিডার্স-এর নির্বাহী পরিচালক  মোহন কুমার মন্ডল। তিনি বলেন, এই ধরনের বৃক্ষরোপণ শুধু পরিবেশ নয়, এখানকার মানুষের জীবিকা ও নিরাপত্তার সঙ্গেও জড়িত। তাই আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি, সুন্দরবন  প্রেসক্লাব সাংবাদিকবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরাও সক্রিয়ভাবে অংশ গ্রহণ করেন।

ছবি-লিডার্স ও ইউল্যাবের উদ্যোগে শ্যামনগর সুন্দরবন সংলগ্ন মালঞ্চ নদীর চর বনায়ন কর্মসূচি।
রনজিৎ বর্মন
তাং-২৬.৬.২৫
মোবা-০১৭১২৪৪৮৯৬০  

Комментариев нет