close

লাইক দিন পয়েন্ট জিতুন!

কালুখালীতে সেনাবাহিনীর হাতে ভূয়া পুলিশ আটক

Nafiz Ahamed avatar   
Nafiz Ahamed
****

নাফিজ আহমেদঃ রাজবাড়ীর কালুখালী উপজেলায় সেনাবাহিনীর হাতে এক ভূয়া পুলিশ আটক হয়েছে। সোমবার দুপুরে কালুখালী সেনা ক্যাম্পের সদস্যরা সোনাপুর মোড় থেকে ওই ভূয়া পুলিশকে আটক করে। ধৃত পুলিশ সদস্যের নাম মোঃ তুষার শেখ। সে কুষ্টিয়া জেলার খোকসা থানাধীন একতারপুর শেখপাড়ার মৃত জয়নাল শেখের পুত্র।

তুষার শেখ সোমবার দুপুরে পুলিশের পোষাক পরা অবস্থায় সোনাপুর মোড়ে ঘোড়াফেরা করছিলো। এসময় কালুখালী সেনা ক্যাম্পের সদস্যদের কাছে তার চলাফেরা সন্দেহজনক মনে হয়।তারা কালুখালী ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আসহাব আল রাফিদকে বিষয়টি অবগত করেন। এসময় ক্যাপ্টেন আসহাব আল রাফিদ ঘটনাস্থলে এসে ভূয়া পুলিশ তুষার শেখকে গ্রেফতার করে ক্যাম্পে নিয়ে আসে। পরে কালুখালী থানায় এসআই রিপন মোল্লার নিকট হস্তান্তর করেন।

No comments found