কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ৩নং কালিকাপুর ইউনিয়নের ৮ ও ৯নং ওয়ার্ড জামায়াত ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ (১০ আগস্ট) রবিবার সকাল ১১:০০ টায় কালিকাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়,নোয়াপুর জোহরা হক নূরানী মাদরাসা,বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়।
কর্মসূচির উদ্বোধনে উপস্থিত ছিলেন কালিকাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান,কালিকাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুব বিভাগের সহ সভাপতি জনাব জাকির মাহমুদ।১৪গ্রাম সরকারি কলেজের সাবেক জিএস,জামায়াত নেতা জনাব খলিলুর রহমান মজুমদার।
কালিকাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী যুব বিভাগের সেক্রেটারি কামরুজ্জামান নোমান।
কালিকাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্জুর মোর্শেদ। ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক ফজলুল হক।
বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওঃখলিলুর রহমান।৮নং ওয়ার্ড সভাপতি হাফেজ আবু তাহের। ৯নং ওয়ার্ড কালিকাপুর ইউনিট সভাপতি সাবেক মেম্বার আনিছুর রহমান ইউনুছ।
৯নং ওয়ার্ড অর্থ সম্পাদক আমান উল্লাহ। ৮নং ওয়ার্ড সেক্রেটারি জাফর আহমেদ, ৯নং ওয়ার্ড সহ সভাপতি জহির ইসলাম। যুব বিভাগ সেক্রেটারি আবুল কাশেম।
শ্রমিক সভাপতি আব্দুল জব্বার। বদরপুর দক্ষিণ পূর্ব পাড়ার সর্দার আরিফুর রহমান। ছাত্র শিবির সভাপতি হাসিফ মজুমদার। কামরুল হাসান,শাহ জাহান,সেলিম মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এই উদ্যোগকে এলাকার মানুষ স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতে জামায়াতে ইসলামী আরো এমন আরো সামাজিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।