কালীগঞ্জে তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল....

MD MOLLAH avatar   
MD MOLLAH
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কটুক্তি করার প্রতিবাদে কালীগঞ্জ পৌর বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
..
কালীগঞ্জে তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
 
 কালীগঞ্জ ( গাজীপুর) প্রতিনিধি
 
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কটুক্তি করার প্রতিবাদে কালীগঞ্জ পৌর বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
 
মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে কালীগঞ্জ আর আর এন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মিছিলটি শুরু হয়। কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফী হাবিবুল্লাহ এবং পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব ইব্রাহিম প্রদান এর নেতৃত্বে মিছিলটি পৌর এলাকার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে কালীগঞ্জ উপজেলা পরিষদের সামনে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
 
বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খোরশেদ আলম কাজল, মোশারফ হোসেন লিটন, সালাউদ্দিন আহমেদ, মমতাজ উদ্দিন মাস্টার, শহীদুল্লাহ মাস্টার, সাইফুল ইসলাম দর্জিসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
 
মিছিল শুরুর আগে বিদ্যালয় মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, ষড়যন্ত্রকারীরা এবং কটুক্তি কারীরা যদি তাদের কর্মকাণ্ড থেকে সরে না আসে, বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে তাদের দাঁতভাঙা জবাব দেবে। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, স্বৈরাচারদের যেভাবে বিদায় করা হয়েছে, ষড়যন্ত্রকারী রাজাকারদেরও সেভাবেই দেশ থেকে বিতাড়িত করা হবে।
 
বক্তারা আরও দাবি করেন, কোনও ষড়যন্ত্রই বিএনপির বিজয়কে থামাতে পারবে না। 
মোঃ ওমর আলী মোল্যা 
মোবাইল -০১৭২৯৮৩৭৮৯৩
কালীগঞ্জ -গাজীপুর 
 
कोई टिप्पणी नहीं मिली