close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

কালীগঞ্জে সেনা অভিযানে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার

Akm Kaysarul Alam avatar   
Akm Kaysarul Alam
এ কে এম কায়সারুল আলম, লালমনিরহাট করেসপন্ডেন্টঃ

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর বাজারে সেনা টহলের সময় মাদক বিক্রির অভিযোগে এক যুবককে হাতেনাতে আটক করেছে সেনাবাহিনী। পরে অভিযানে তার বাড়ি থেকে আরও চারজনকে আটক করা হয়। উদ্ধার হয়েছে ১৯ বোতল ফেনসিডিল, দুটি মোটরসাইকেল এবং দুটি ছয় ফুট লম্বা রামদা।

২৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সেনা টহল দলটি মঙ্গলবার রাত ১০টা থেকে বুধবার ভোর পর্যন্ত অভিযান চালায়। ক্যাপ্টেন রওনকের নেতৃত্বে সেনাবাহিনী গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রপুর বাজার থেকে মো. আমিনুল মিয়া (১৮) নামে এক যুবককে আটক করে।

পরে তার বাড়িতে অভিযান চালিয়ে আটক করা হয়—মোছা. আসিয়া পারভিন (১৮), মো. ওসমান গনি (২২), মো. ইয়াকুব আলী (২১) ও মো. নুর ইসলাম (৫২)-কে।

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) রমজান আলী জানান, আটক পাঁচজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

এদিকে এলাকাবাসী অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে চাপারহাট এলাকায় মাদকের অবাধ ব্যবসা চলছিল। সেনা অভিযানে বড় একটি চক্র ধরা পড়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি নেমে এসেছে।

没有找到评论