close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

কালিগঞ্জে সাংবাদিক ফোরামের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত..

এস এম তাজুল হাসান সাদ avatar   
এস এম তাজুল হাসান সাদ
****

কালিগঞ্জে সাংবাদিক ফোরামের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২০ আগস্ট) সকালে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি দৈনিক আমার দেশ পত্রিকার কালিগঞ্জ প্রতিনিধি সহকারী অধ্যাপক ড. মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দৈনিক জনকণ্ঠ ও এনটিভি অনলাইন প্রতিনিধি মো. আফজাল হোসেনের সঞ্চালনায় সভা শুরু হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-০৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির সহকারী অধ্যাপক আব্দুল ওহাব সিদ্দিকী, কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুনর রশিদ মৃধা, সুশীলনের পরিচালক আক্তারুজ্জামান পল্টু, রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কওছার তুহিন প্রমুখ।

 

এসময় নবগঠিত ২৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি পরিচিত করা হয়। এতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন গাজী মিজানুর রহমান (দৈনিক মুক্ত খবর), আবু রাসেল আসকারী (দৈনিক সংগ্রাম) ও শেখ শরিফুল ইসলাম (দৈনিক কালবেলা, দৃষ্টিপাত)। যুগ্ম সম্পাদক হয়েছেন অধ্যাপক মহসিন আলী (দ্যা রিভোল্ট নিউজ) ও আবু বক্কর সিদ্দিক (দৈনিক আলোকিত সকাল)।

 

এছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. হারুন উর রশিদ (দৈনিক সাতক্ষীরা টোয়েন্টিফোর), অর্থ সম্পাদক শেখ আলমগীর হোসেন (দৈনিক শিরোমণি), অফিস সম্পাদক আমির হামজা (দৈনিক জনদর্পণ), কৃষি সম্পাদক ফজলুল হক (দৈনিক সাতক্ষীরার সকাল),আইসিটি সম্পাদক তাজুল হাসান সাদ (বাংলাদেশ মেইল ২৪ ও আই নিউজ বিডি ), সাংস্কৃতিক সম্পাদক আলমগীর কবীর (দৈনিক যশোর), ক্রীড়া সম্পাদক আবুল কালাম বিন আকবর (দৈনিক আজকের খবর), স্বাস্থ্য সম্পাদক আব্দুস সাত্তার (দৈনিক আলোর পরশ), আইন সম্পাদক হাবিল্লাহ বাহার (দৈনিক সাতক্ষীরার সংবাদ), শিক্ষা সম্পাদক আবু ঈসা (সাতক্ষীরা ট্রিবিউন), পাঠাগার সম্পাদক জি এম গোলাম রব্বানী (দৈনিক পূর্বাঞ্চল), প্রকাশনা সম্পাদক হাফিজুর রহমান (দৈনিক সাতক্ষীরার চিত্র), তথ্য ও গবেষণা সম্পাদক গাজী মারুফ বিল্লাহ (মুক্তবেলা), প্রশিক্ষণ সম্পাদক আনোয়ারুল ইসলাম (মর্নিং পোস্ট) নির্বাচিত হয়েছেন।

 

সদস্য হিসেবে রয়েছেন মারুফ হাসান (দৈনিক দৃষ্টিপাত), আব্দুল মাজেদ (দৈনিক দৃষ্টিপাত), আব্দুল আহাদ (ক্রাইম বার্তা) ও এসকে মনিরুজ্জামান (দৈনিক সাতক্ষীরার কণ্ঠ)। সহযোগী সদস্য হিসেবে যুক্ত হয়েছেন মো. আলাউদ্দিন (দৈনিক মুক্তি), শাহনেওয়াজ সৈকত (সুন্দরবন প্রতিদিন), সহকারী অধ্যাপক মো. নুরুল আমিন (শার্শা বার্তা), রেদোয়ান মামুন (দৈনিক দৃষ্টিপাত), আদর আলী (দৈনিক লোকবানী), সুলতান মাহমুদ (সাতক্ষীরা ট্রিবিউন), সঞ্জয় অধিকারী (মুক্তবেলা) প্রমুখ।

 

প্রধান অতিথি তার বক্তব্যে নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, “আশা করি সাংবাদিকরা তথ্যনির্ভর ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে উপজেলার উন্নয়ন, অগ্রগতি ও সামাজিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

Không có bình luận nào được tìm thấy