close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

কালিগঞ্জে রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে অর্ধশতাধিক পরিবারের মাঝে ফলজ চারা বিতরণ..

এস এম তাজুল হাসান সাদ avatar   
এস এম তাজুল হাসান সাদ
****

কালিগঞ্জে রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে অর্ধশতাধিক পরিবারের মাঝে ফলজ চারা বিতরণ

 

 

সাতক্ষীরার কালিগঞ্জে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ফলজ বৃক্ষের চারা বিতরণ করেছে গণমাধ্যমকর্মীদের সংগঠন রিপোর্টার্স ক্লাব।

 

শনিবার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় রিপোর্টার্স ক্লাবের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল।

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সদস্যরা বৃক্ষের চারা বিতরণের মাধ্যমে পরিবেশ রক্ষায় প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন। গাছ শুধু অক্সিজেন সরবরাহ করে না, বরং পুষ্টির চাহিদা পূরণ ও অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতেও সহায়তা করে।” তিনি গণমাধ্যমকর্মীসহ সমাজের সকল সচেতন মানুষকে বৃক্ষরোপণ কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ মৃধা।

অনুষ্ঠানটি পরিচালনা করেন রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সহকারী শিক্ষক আবু হাসান।

 

এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি আহাদুজ্জামান আহাদ, শেখ সাদেকুর রহমান, সহকারী অধ্যাপক জেহের আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মাসুদুর রহমান, অর্থ সম্পাদক মো. শের আলী, সহসাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক সোহরাব হোসেন সবুজ, কার্যনির্বাহী সদস্য রেদওয়ান ফেরদাউস রনি, এস এম আরিজুল ইসলাম, সদস্য শেখ শরিফুল ইসলাম, আবু বক্কর সিদ্দীক, মো. জাহাঙ্গীর আলম, মিয়ারাজ হোসেন, শেখ আরিফুজ্জামান রাজু, মীম ইসলাম, সাংবাদিক ইয়াসিন আলীসহ অনেকে।

 

এছাড়া স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কুশলিয়া ইউনিয়ন বিএনপির ৩নং ওয়ার্ড সভাপতি শেখ আব্দুর রহমান এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ইসমাইল হোসেন।

 

অনুষ্ঠানে প্রায় অর্ধশত উপকারভোগীর মাঝে একটি করে গোবিন্দভোগ আম, একটি পেয়ারা, একটি লেবু ও একটি সুপারি চারা বিতরণ করা হয়।

Комментариев нет


News Card Generator