close

লাইক দিন পয়েন্ট জিতুন!

কালিগঞ্জে পুশকৃত ৫০ কেজি চিংড়ি ধ্বংস, গৃহবধূকে ২০ হাজার টাকা জরিমানা..

এস এম তাজুল হাসান সাদ avatar   
এস এম তাজুল হাসান সাদ
****

কালিগঞ্জে পুশকৃত ৫০ কেজি চিংড়ি ধ্বংস, গৃহবধূকে ২০ হাজার টাকা জরিমানা

এস এম তাজুল হাসান সাদ,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার কালিগঞ্জে ভেজালবিরোধী অভিযানে ময়দা পুশ করা ৫০ কেজি বাগদা চিংড়ি ধ্বংস করা হয়েছে এবং এক গৃহবধূকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৮ মে) দুপুর ১২টার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামে এ অভিযান পরিচালনা করেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস।

এর আগে সকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল মৎস্য ব্যবসায়ী সাদেক গাজীর বাড়িতে অভিযান চালায়। এ সময় সেখানে পুশকৃত অবস্থায় বিভিন্ন প্রজাতির কয়েক ক্যারেট চিংড়ি এবং ময়দা পুশের কাজে ব্যবহৃত সিরিঞ্জ ও তরল মিশ্রণ উদ্ধার করা হয়।

অভিযানকালে সাদেক গাজী পালিয়ে গেলেও তার স্ত্রী নাজমা পারভীনকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত ৫০ কেজি চিংড়ি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে ডিবি পুলিশের সহকারী পরিদর্শক মো. সাখায়েতুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মনিরুজ্জামান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Geen reacties gevonden