close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

কালীগঞ্জে পুলিশের পৃথক অভিযানে গাঁজা, হেরোইন ও ইয়াবাসহ ৫ মাদক কারবারি আটক..

MD MOLLAH avatar   
MD MOLLAH
****

কালীগঞ্জে পুলিশের পৃথক অভিযানে গাঁজা, হেরোইন ও ইয়াবাসহ ৫ মাদক কারবারি আটক

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি :

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় পৃথক তিনটি মাদকবিরোধী অভিযানে গাঁজা, হেরোইন ও ইয়াবাসহ পাঁচজন মাদক কারবারিকে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ। অভিযানে ৫০০ গ্রাম গাঁজা, ২ গ্রাম হেরোইন এবং ১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

রোববার (১২ অক্টোবর) দিনব্যাপী ও রাতে উপজেলার বক্তারপুর, পশ্চিম বালীগাঁও এবং নাগরী ইউনিয়নে এসব অভিযান পরিচালনা করা হয়। সোমবার (১৩ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলাউদ্দিন।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার মধ্যরাতে বক্তারপুর ইউনিয়নের কৌচান এলাকার একটি লিচু বাগানে অভিযান চালানো হয়। এসময় বিনিনাইলগামী সড়কের পাশে বিনদ চন্দ্র পালের বাগান থেকে মোঃ শুকুর আলী (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। শুকুর আলী উপজেলার দূর্বাটি গ্রামের মৃত হাকিম উদ্দিনের ছেলে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (মামলা নং-২০) দায়ের করা হয়েছে।

এর আগে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে পশ্চিম বালীগাঁও এলাকায় মোঃ গোলাম মহিউদ্দিনের (৪৫) বসতঘরে অভিযান চালায় পুলিশের আরেকটি দল। এসময় তার শয়নকক্ষ থেকে ২০ পুরিয়া হেরোইন (ওজন ২ গ্রাম) উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়— বাড়ির মালিক মোঃ গোলাম মহিউদ্দিন (৪৫), ঈশ্বরপুর গ্রামের মোঃ মুন্না মিয়া (২৭) এবং পশ্চিম বালীগাঁওয়ের মোঃ শাহাদাত হোসেন শাকিল (২৭)। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৮(ক) ধারায় মামলা (মামলা নং-২১) দায়ের করা হয়েছে।

দিনের শেষ অভিযানে, রাত সোয়া আটটার দিকে নাগরী ইউনিয়নের সেনপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ পনির হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি পূবাইল থানার বিন্দান (জয়নগর) গ্রামের মোঃ আবু সাইদের ছেলে। তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায়ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (মামলা নং-২২) দায়ের করা হয়েছে।

ওসি মোহাম্মদ আলাউদ্দিন বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।”

আটককৃত পাঁচ আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator