কালীগঞ্জে পৌর খেলার মাঠ উদ্বোধন: যুবসমাজে উচ্ছ্বাস
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালীগঞ্জে দখলমুক্ত সরকারি জমিতে নির্মিত নতুন খেলার মাঠের উদ্বোধন করা হয়েছে। ১৭ জুলাই বৃহস্পতিবার বিকেলে কালীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দড়িসোম এলাকায়, শিশু পার্কের বিপরীতে শীতলক্ষ্যা নদীর পাড়ে এ মাঠটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তনিমা আফ্রাদ।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে স্থানীয় একদল ভূমিদস্যুর দখলে থাকা সরকারি জমিটি উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্ত করে সেখানে খেলার মাঠ গড়ে তোলা হয়। এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী এবং যুবসমাজ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) নূর ই তাসমিন উর্মি, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা এবং এলাকার ক্রীড়াপ্রেমী যুবসমাজ ও উদীয়মান খেলোয়াড়রা।
এই খেলার মাঠ নির্মাণের মাধ্যমে এলাকার তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা। তারা বলেন, একটি সুস্থ সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম। উপজেলা প্রশাসনের এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তারা।
মোঃ ওমর আলী মোল্যা
মোবাইল -০১৭২৯৮৩৭৮৯৩
কালীগঞ্জ- গাজীপুর।