কালীগঞ্জে অবৈধ ক্লিনিক পরিচালনায় এক লক্ষ টাকা জরিমানা
গাজীপুরের কালীগঞ্জে অভিযান চালিয়ে অবৈধভাবে ক্লিনিক পরিচালনার অভিযোগে ভাওয়াল জামালপুর বাজারে অবস্থিত নূবহা জেনারেল হাসপাতালের পরিচালক মোঃ মিলন মিয়া (৪৭)কে, পিতা মত রওশন আলী কে এক লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১০ আগস্ট ২০২৫) বিকেলে কালীগঞ্জ উপজেলার জামালপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব নূরী তাসমিন ঊর্মি।
আদালত সূত্রে জানা যায়, আসামি মো. মিলন মিয়া পিতা মৃত রওশন আলী, কালীগঞ্জ উপজেলার ভাওয়াল জামালপুর বাজার এলাকায় অনুমোদনহীনভাবে নূবহা জেনারেল হাসপাতাল খুলে চিকিৎসা সেবা প্রদান করে আসছিলেন। দি মেডিক্যাল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২ এর ১৩ ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় এ মামলা দায়ের করা হয়।
আদালত মামলার প্রমাণের ভিত্তিতে আসামিকে ১,০০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। কারাদণ্ডের কোন আদেশ দেওয়া হয়নি।
অভিযানকালে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশীদ। বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মাহবুবুল ইসলাম।
প্রসঙ্গত, স্বাস্থ্যসেবা খাতের মান উন্নয়ন ও জনস্বার্থে অবৈধ চিকিৎসা কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসন জানিয়েছে।
মোঃ ওমর আলী মোল্যা
মোবাইল -০১৭২৯৮৩৭৮৯৩
কালীগঞ্জ
-গাজীপুর।