close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

কালিগঞ্জে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জেনারেটর জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা..

এস এম তাজুল হাসান সাদ avatar   
এস এম তাজুল হাসান সাদ
****

কালিগঞ্জে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জেনারেটর জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা

এস এম তাজুল হাসান সাদ, কালিগঞ্জ (সাতক্ষীরা)

সারাদেশব্যাপী অবৈধ ইটভাটার বিরুদ্ধে চলমান মোবাইল কোর্ট অভিযানের অংশ হিসেবে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর গ্রামে পরিচালিত হয় একটি গুরুত্বপূর্ণ অভিযান। শনিবার (২৪ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজারের পাশ্ববর্তী জনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত অবৈধ ‘সিয়াম ব্রিকস’ ইটভাটায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস।

অভিযানে সহযোগিতা করেন নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের মেজর সুস্মিত শোভন দাস ও সঙ্গীয় ফোর্স। অভিযানের সময় স্থানীয় সাংবাদিক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

দীর্ঘদিন ধরে কোনো প্রকার বৈধ অনুমোদন ছাড়াই ইটভাটাটি পরিচালনা করা হচ্ছিল। এতে পরিবেশ বিধিমালা লঙ্ঘন ও সরকারের রাজস্ব ফাঁকির অভিযোগ রয়েছে।

অভিযানকালে সরকারি কাজে বাধা ও হুমকির অভিযোগে ভাটার লিজ মালিক আব্দুর সবুর (পিতা: আব্দুস সামাদ, গ্রাম: গনপতি, ইউনিয়ন: মৌতলা) কে আটক করা হয়। পরে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৬ ধারায় তাঁকে ৪০ হাজার টাকা জরিমানা ও মুচলেকা নেওয়া হয়, যার পর তাকে মুক্তি দেওয়া হয়। অভিযানে ইটভাটার একটি জেনারেটর মেশিন জব্দ করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে ইটভাটাটি তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়।

কোন মন্তব্য পাওয়া যায়নি