close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

কালীগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে বালু ভরাট ৫০ হাজার টাকা জরিমানা..

MD MOLLAH avatar   
MD MOLLAH
****

কালীগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে বালু ভরাট ৫০ হাজার টাকা জরিমানা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে এবং প্রশাসনের অনুমোদন ছাড়া কৃষি জমি বালু দিয়ে ভরাট করার অভিযোগে এক জনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার নাগরী ইউনিয়নের নগরভেলা এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।

অভিযুক্ত ব্যক্তি তালিয়া গ্রামের মৃত আব্দুর মান্নান তালুকদারের ছেলে  আতাউর রহমান তালুকদার (৬৫)।

উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সূত্র জানায়, কৃষি জমি ভরাটে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকলেও আতাউর রহমান তালুকদারের নেতৃত্বে নদীতে ড্রেজার বসিয়ে পাইপলাইনের মাধ্যমে নগরভেলা এলাকায় কৃষি জমি বালু দিয়ে ভরাট করা হচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থলে সত্যতা পাওয়া গেলে মোবাইল কোর্টে তিনি দোষ স্বীকার করেন। পরে তাকে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ১৫(১) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অবিলম্বে বালু ভরাট কার্যক্রম বন্ধের নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা বলেন, “অনুমোদন ছাড়া নদীতে ড্রেজার বসিয়ে বালু ভরাট করা হচ্ছিল। আইন অনুযায়ী এ ধরনের কার্যক্রমের কোনো সুযোগ নেই। তাই মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হয়েছে।”

মোঃ ওমর আলী মোল্যা 

মোবাইল- 01729837893

কালীগঞ্জ গাজীপুর।

 

 

No se encontraron comentarios