কালীগঞ্জে মাদক মামলায় এক যুবকের ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড..

MD MOLLAH avatar   
MD MOLLAH
****
কালীগঞ্জে মাদক মামলায় এক যুবকের ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড
 
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ভাদার্তি এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর আওতায় এক যুবককে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
 
 ২৪ জুলাই বৃহস্পতিবার কালিগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের ভাতার্তি এলাকায়ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন: উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব তনিমা আফ্রাদ। এ সময়
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারা অনুযায়ী আসামী সজিব শেখ (২২),পিতা: আরমান শেখ, ভাদারটি, কালীগঞ্জ, গাজীপুর
 শাস্তি হিসাবে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
 প্রসিকিউটর হিসেবে কালীগঞ্জ থানার এসআই আসলাম খানও বেঞ্চ সহকারী: মোঃ আলামিন ভুইয়া উপস্থিত ছিলেন।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিয়মিতভাবে এমন অভিযান পরিচালনা করা হচ্ছে।
মোঃ ওমর আলী মোল্যা 
মোবাইল -০১৭২৯৮৩৭৮৯৩
কালীগঞ্জ গাজীপুর।




Inga kommentarer hittades