কালীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ জাকারিয়া হাসানের কবরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত..

MD MOLLAH avatar   
MD MOLLAH
****

কালীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ জাকারিয়া হাসানের কবরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কালীগঞ্জ (গাজীপুর)

জুলাই মাসের গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে বীর শহীদদের স্মরণ। তারই অংশ হিসেবে মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৮টা ৩০ মিনিটে কালীগঞ্জ পৌরসভার দেওপাড়া এলাকায় শহীদ জাকারিয়া হাসানের কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এই সময় শহীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তনিমা আফ্রাদ। তিনি শহীদ জাকারিয়া হাসানের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন,

শহীদ জাকারিয়ার মতো সাহসী সন্তানেরা আমাদের জাতীয় ইতিহাসের অহঙ্কার। তাদের আত্মত্যাগ কখনো বৃথা যেতে পারে না। আমাদের উচিত এই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করা।”

তিনি আরও বলেন, "আজকের প্রজন্ম যেন শহীদদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক সমাজ গঠনে ভূমিকা রাখে, সেটাই হোক আমাদের অঙ্গীকার।"

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী এবং এলাকার সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

বিশেষ করে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার স্থানীয় প্রতিনিধি এবং তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ অনুষ্ঠানটিকে আরো প্রাণবন্ত করে তোলে।

উল্লেখ্য, শহীদ জাকারিয়া হাসান ছিলেন একজন সাহসী দেশপ্রেমিক, যিনি গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জীবন উৎসর্গ করেছিলেন। তাঁর কবরটি কালীগঞ্জের দেওপাড়ায় একটি নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বীরত্ব, সংগ্রাম ও ত্যাগের প্রতীক হিসেবে। প্রতি বছর জুলাই মাসজুড়ে এই শহীদ ও অন্যান্য মুক্তিকামীদের স্মরণে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম।

মোঃ ওমর আলী মোল্যা 

মোবাইল -০১৭২৯৮৩৭৮৯৩

কালীগঞ্জ- গাজীপুর।

 

没有找到评论