close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

কালিগঞ্জে জমি দখলের চেষ্টা: আদালতের নির্দেশ অমান্য, সংঘর্ষের অভিযোগ..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
কালিগঞ্জে ইউএনওর নাম ভাঙিয়ে জমি দখলের চেষ্টা, আদালতের নির্দেশ অমান্য করে হামলার অভিযোগ..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন মোঃ আমিনুর রহমান, যিনি তার দীর্ঘ ৪৫ বছরের খরিদকৃত জমিতে পরিবারসহ বসবাস করছেন। জমি নিয়ে বিরোধের জেরে আদালতের আদেশ উপেক্ষা করে সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে। 

ভুক্তভোগী আমিনুর রহমান জানান, তার পিতার নাম মোঃ রেজাউল করিম শেখ। তিনি থানায় অভিযোগ করেছেন যে, একই এলাকার ৯ জন ব্যক্তি, যথা- শেখ আলমগীর হোসেন, শেখ মুনমুন, শেখ নুরুজ্জামান, শেখ শাহাবাজ আলী, শেখ আবু মুছা, শেখ শহিদ, শেখ নুর হোসেন, শেখ হাসান ও শেখ মুজাহিদ হোসেন তার জমি জবরদখলের চেষ্টা করছেন। 

জমিজমা নিয়ে বিরোধের পরিপ্রেক্ষিতে আমিনুর রহমান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৫ ধারায় মামলা দায়ের করেন (পিঃ মামলা নং-১১৮৩/২৫, তারিখ ০৭/০৭/২০২৫)। আদালত উভয় পক্ষকে শান্তি বজায় রাখার নির্দেশ দেন। 

যদিও আদালতের নির্দেশ অমান্য করে গত ১১ জুলাই সকাল ৯টার দিকে অভিযুক্তরা বেআইনি দলবদ্ধ হয়ে আমিনুরের বসতবাড়ির সীমানা ঘেরা বেড়া ভেঙে ফেলে। বাধা দিলে তারা বাঁশের লাঠি দিয়ে আমিনুর ও তার পরিবারের সদস্যদের মারধর করে। এতে তাদের শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা খুনের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। 

ভুক্তভোগী আশঙ্কা করছেন, অভিযুক্তরা যেকোনো সময় তার ও তার পরিবারের সদস্যদের বড় ধরনের ক্ষতি করতে পারে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শক্রমে তিনি থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন এবং আইনগত সহায়তা চান। 

অভিযুক্ত আলমগীর হোসেন জানান, 'উক্ত জমি আমার পূর্ব পুরুষদের নামীয়। ভুয়া কাগজপত্রের বলে আমিনুররা দখলে রেখেছে। ইউএনও আমার জমি দখলে নিতে বলেছেন, তাই আমি সামান্য ঘেরাবেড়া কেটেছি। এসময়ে এক মহিলা এগিয়ে আসলে তাকে সরিয়ে দেই, তবে আর কিছু হয়নি সেখানে।' 

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান জানান, 'এ ঘটনায় অভিযোগ হাতে পেয়েছি, তদন্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।' 

এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় পর্যায়ে উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর রয়েছে।

Ingen kommentarer fundet