close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

কালিগঞ্জে ঘেরে মাছ চুরি করতে গিয়ে চোর আটক

এস এম তাজুল হাসান সাদ avatar   
এস এম তাজুল হাসান সাদ
****

কালিগঞ্জে ঘেরে মাছ চুরি করতে গিয়ে চোর আটক

 

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামে মাছ চুরি করতে গিয়ে এক ব্যক্তি ঘের মালিক ও এলাকাবাসীর হাতে আটক হয়েছেন। রবিবার (২৪ আগস্ট) রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, কালিকাপুর মহিউচছুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার সংলগ্ন মৎস্য ঘেরে মাছ চুরি করতে যান একই গ্রামের শাহাবাজ আলী মোড়লের ছেলে শফিকুল ইসলাম (৪০)। এসময় ঘের মালিক নুরু মোড়লের ছেলে মোহাম্মদ আলী তাকে হাতে নাতে আটক করেন।

 

পরে এলাকাবাসী শফিকুল ইসলামকে উত্তম-মধ্যম দিয়ে ইউপি চেয়ারম্যানের কাছে সোপর্দ করে। চেয়ারম্যান মুচলেকা ও জরিমানা আদায় করার পর তাকে ছেড়ে দেন।

Không có bình luận nào được tìm thấy