close

লাইক দিন পয়েন্ট জিতুন!

কালীগঞ্জে গাঁজাসহ জামাই-শ্বশুর গ্রেপ্তার

Akm Kaysarul Alam avatar   
Akm Kaysarul Alam
এ কে এম কায়সারুল আলম, লালমনিরহাট করেসপন্ডেন্টঃ

লালমনিরহাটের  কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নে বিশেষ অভিযানে ৫ কেজি গাঁজাসহ এক সাবেক ইউপি সদস্য ও তাঁর জামাতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় গাঁজা বহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোভ্যান জব্দ করা হয়।

পুলিশ জানায়, বুধবার রাত ১১টা ১৫ মিনিটে কালীগঞ্জ থানাধীন মালগাড়া গ্রামে রফিকুল ইসলাম ওরফে রফিকুল মেম্বার (৫০)-এর বাড়ির বারান্দায় এ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে গোড়ল তদন্ত কেন্দ্রের এসআই মোস্তাকিম ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

অভিযানে বারান্দায় রাখা একটি হলুদ রঙের ব্যাটারিচালিত অটোভ্যানের যাত্রী আসনের নিচে খোদাই করে লুকানো অবস্থায় ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—মালগাড়া গ্রামের মৃত খোদা বক্সের ছেলে, সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম এবং তাঁর জামাতা মো. রুবেল মিয়া। তাদের ঘটনাস্থল থেকেই আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নম্বর-২৭) দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িত মূল গাঁজার মালিক পলাতক রয়েছে। তাঁর বিরুদ্ধেও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

গোড়ল তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মোস্তাকিম ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমরা এ অভিযান পরিচালনা করেছি। মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Hiçbir yorum bulunamadı