close

লাইক দিন পয়েন্ট জিতুন!

কালীগঞ্জে দলিল লেখক সমিতির সভাপতির বিরুদ্ধে আয়ের সাথে সঙ্গতিহীন সম্পদের অভিযোগ..

MD MOLLAH avatar   
MD MOLLAH
****
কালীগঞ্জে দলিল লেখক সমিতির সভাপতির বিরুদ্ধে আয়ের সাথে সঙ্গতিহীন সম্পদের অভিযোগ
 
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
 
গাজীপুরের কালীগঞ্জে দলিল লেখক ও ভেন্ডার সমিতির সভাপতি মোঃ আশরাফুল ইসলাম কাজলের বিরুদ্ধে আয়ের সঙ্গে সঙ্গতিহীন বিপুল সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে ফেসিবাদ সরকারের ছত্রছায়ায় দখলদারিত্বমূলকভাবে দলিল লেখক সমিতির গুরুত্বপূর্ণ পদে থেকে তিনি বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে এই সম্পদ অর্জন করেছেন বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
 
সূত্র জানায়, মোঃ আশরাফুল ইসলাম কাজল প্রথমে দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক এবং পরে সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্বে থাকা অবস্থায় একাধিকবার একই জমি ভিন্ন ভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করে মোটা অংকের অর্থ হাতিয়ে নেন। এছাড়াও সরকারি খাজনা ফাঁকি দিয়ে জমির শ্রেণি পরিবর্তন করে রেজিস্ট্রি করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
 
স্থানীয়দের অভিযোগ, তিনি কালীগঞ্জ পৌরসভার দিনবড়নগর এলাকায় ডায়াগনস্টিক সেন্টারের পাশে ইতালিয়ান ফিটিংস ও টাইলস ব্যবহার করে পাঁচ ইউনিটের একটি সাততলা আলিশান ভবন নির্মাণ করেছেন, যার নির্মাণ ব্যয় কোটি টাকার বেশি। পাশাপাশি, বালিগাঁও বড়বাড়ি মসজিদের পশ্চিম পাশে বাবার সম্পত্তি জালিয়াতির মাধ্যমে নিজের নামে দলিল করে ছোট ভাইবোনদের ঠকিয়ে চারতলা বিশিষ্ট একটি ডুপ্লেক্স বাড়িও নির্মাণ করেছেন।
 
এছাড়া, নরসিংদীতে তাঁর নামে বা বেনামে আরও কোটি কোটি টাকার সম্পদের জনশ্রুতি রয়েছে বলে জানা গেছে।
 
সম্প্রতি, ১৫ মে ২০২৫ তারিখে তিনি আবারও দলিল ও ভেন্ডার সমিতির সভাপতি নির্বাচিত হন। এরপর থেকেই সাব-রেজিস্ট্রার কার্যালয়ে প্রভাব খাটানোর চেষ্টা এবং অনিয়মিতভাবে দলিল রেজিস্ট্রি করানোর অভিযোগ উঠে আসে। একাধিক সূত্র জানায়, কিছুদিন আগে নামজারি ছাড়া দলিল রেজিস্ট্রি করতে চাইলে সাব-রেজিস্ট্রার আপত্তি জানান, এতে ক্ষুব্ধ হয়ে আশরাফুল ইসলাম দলিল ছুড়ে মারেন এবং বাকবিতণ্ডায় জড়ান।
 
বিষয়টি নিয়ে মোঃ আশরাফুল ইসলামের সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
 
স্থানীয়দের দাবি, অবিলম্বে এই অনিয়ম ও দুর্নীতির সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হোক।
 
Walang nakitang komento