close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

কালীগঞ্জে বিএনপির উদ্যোগে স্বাধীনতার ৫৫তম বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য বিজয় র‍্যালি..

MD MOLLAH avatar   
MD MOLLAH
****
কালীগঞ্জে বিএনপির উদ্যোগে স্বাধীনতার ৫৫তম বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য বিজয় র‍্যালি
 
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:
 
স্বাধীনতার ৫৫তম বিজয় দিবস উপলক্ষে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল ও বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
 
১৭ ডিসেম্বর বুধবার বিকাল তিনটায় কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের মাঠ থেকে র‍্যালিটি শুরু হয়ে কালীগঞ্জ উপজেলা চত্বর অতিক্রম করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সমাপ্ত হয়। র‍্যালিতে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
 
গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক, কালীগঞ্জের মাটি ও মানুষের জনপ্রিয় নেতা, সাবেক সংসদ সদস্য এবং গাজীপুর-৫ আসনের বিএনপি মনোনীত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পদপ্রার্থী এ কে এম ফজলুল হক মিলন এর নেতৃত্বে বিজয় র‍্যালিটি অনুষ্ঠিত হয়।
 
র‍্যালিতে আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ হুমায়ুন কবির মাস্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান আলম, খাইরুল আহসান মিন্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা, মনিরুজ্জামান খান লাভলু, কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব মোঃ ইব্রাহিম প্রধান, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়ার চৌধুরী শাওন, গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন মোল্লাসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক।
 
বিজয় র‍্যালির পূর্বে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ মাঠে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন বলেন,
“বিজয়ের এই দিনে আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনন্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তার অবদান বাংলার মানুষ কোনোদিন ভুলবে না।”
 
তিনি আরও বলেন, আজকের এই বিজয় র‍্যালিতে হাজার হাজার মানুষের উপস্থিতি প্রমাণ করে যে বিএনপি এখনো জনগণের হৃদয়ে শক্ত অবস্থানে রয়েছে। বক্তব্যের শেষাংশে তিনি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করেন এবং বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চান। পরে তিনি উপস্থিত সকল নেতাকর্মী ও জনতাকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করেন।
No se encontraron comentarios


News Card Generator