close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

কালিগঞ্জে বিদায়ী ও নবাগত ওসিকে সম্বর্ধনা, থানার উন্নয়নে প্রতিজ্ঞা..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
কালিগঞ্জ প্রেসক্লাবে বিদায়ী ও নবাগত ওসিকে সম্বর্ধনা দেওয়া হয়, থানার উন্নয়নে নতুন ওসির প্রতিজ্ঞা..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয় থানার বিদায়ী অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান ও নবাগত অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমানকে সম্বর্ধনা প্রদান ও মতবিনিময় সভা। শুক্রবার সকাল ১০টায় প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু। উপস্থিত ছিলেন সাংবাদিকতা ও সামাজিক নেতৃত্বের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা। 

বিদায়ী অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান তাঁর বক্তব্যে কালিগঞ্জ থানায় দশ মাস সুনামের সাথে চাকরি করার অভিজ্ঞতা বর্ণনা করেন এবং তাঁর পরবর্তী কর্মস্থল সাতক্ষীরা পুলিশ লাইনসে যোগদানের পূর্বে সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

নবাগত অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন, 'আমি কালিগঞ্জ থানা এলাকায় সন্ত্রাস, মাদকদ্রব্য, ইভটিজিং প্রতিরোধসহ আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে চাই। থানাকে দালালমুক্ত করতে আমি সদা সচেষ্ট থাকব।' তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং বলেন যে, আইনশৃঙ্খলা রক্ষায় সবার সহযোগিতা দরকার। 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আখতারুজ্জামান পল্টু, প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। 

সম্মাননা হিসেবে বিদায়ী ও নবাগত অফিসার ইনচার্জকে ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করা হয়। এই সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সকলেই নবাগত ওসির নেতৃত্বে কালিগঞ্জ থানার উন্নত ভবিষ্যৎ কামনা করেন।

Nessun commento trovato