কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আলাউদ্দিনকে শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা..

MD MOLLAH avatar   
MD MOLLAH
****
 
 
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ আলাউদ্দিন। পেশাগত দক্ষতা, আইনশৃঙ্খলা রক্ষায় অবদান এবং জনসেবামূলক কার্যক্রমে উল্লেখযোগ্য ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মাননা প্রদান করা হয়েছে।
 
গত জুন মাসে জেলা পুলিশ গাজীপুরের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। সম্মাননা ক্রেস্টে তার ছবি সংবলিত একটি শিল্ডে লেখা রয়েছে—
 
"জনাব মোঃ আলাউদ্দিন
অফিসার ইনচার্জ, কালীগঞ্জ থানা
শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, গাজীপুর জেলা
জুন/২০২৫
জেলা পুলিশ, গাজীপুর"
 
প্রাপ্ত সম্মাননার প্রতিক্রিয়ায় ওসি আলাউদ্দিন জানান, এই অর্জন তার একার নয়, থানার সকল কর্মকর্তাদের সম্মিলিত প্রচেষ্টার ফল। তিনি ভবিষ্যতেও সেবার মান বজায় রেখে জনগণের আস্থা ও বিশ্বাস অটুট রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
 
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমে সাফল্যের জন্য তাকে এই স্বীকৃতি দেয়া হয়েছে।
 
উল্লেখ্য, জনাব মোঃ আলাউদ্দিন কালীগঞ্জ থানায় যোগদানের পর থেকে নানা উদ্যোগের মাধ্যমে এলাকার নিরাপত্তা এবং সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।
মোঃ ওমর আলী মোল্যা 
মোবাইল -০১৭২৯৮৩৭৮৯৩
কালীগঞ্জ- গাজীপুর।
 
コメントがありません