close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

কালিগঞ্জ কৃষ্ণনগরে ভ্রাম্যমাণ আদালতে গাঁজা বিক্রেতা ও ক্রেতার জেল-জরিমানা..

এস এম তাজুল হাসান সাদ avatar   
এস এম তাজুল হাসান সাদ
****

কালিগঞ্জ কৃষ্ণনগরে ভ্রাম্যমাণ আদালতে গাঁজা বিক্রেতা ও ক্রেতার জেল-জরিমানা

 

উপকূলীয় প্রতিনিধি (সাতক্ষীরা) 

 

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের হোসেনপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গাঁজা বিক্রেতা ও ক্রেতাকে এক মাসের কারাদণ্ড ও জরিমানা প্রদান করা হয়েছে।

 

শনিবার (১৯ এপ্রিল) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ থানার এসআই কামাল হোসেন হোসেনপুর গ্রামের গৌরপদ বিশ্বাসের দোকানে অভিযান চালান। এ সময় গৌরপদের ছোট ছেলে সুমন বিশ্বাসের কাছ থেকে গাঁজা ক্রয়ের সময় রঘুনাথপুর গ্রামের মুনছুর শেখের ছেলে শফিকুল ইসলামকে হাতেনাতে কয়েক মুঠো গাঁজাসহ আটক করা হয়।

 

পরবর্তীতে কালিগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত সুমন বিশ্বাসকে গাঁজা বিক্রয়ের দায়ে এক মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা এবং শফিকুল ইসলামকে গাঁজা ক্রয়ের দায়ে এক মাসের কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা প্রদান করেন।

 

এদিকে, শফিকুল ইসলাম গাঁজা কেনার টাকার উৎস সম্পর্কে জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে, তিনি একই গ্রামের নজরুল ইসলামের একটি ছাগল চুরি করে শংকরকাটি এলাকায় ১,৮০০ টাকায় বিক্রি করেন। তার স্বীকারোক্তির ভিত্তিতে চুরি হওয়া ছাগলটি উদ্ধার করে প্রকৃত মালিক নজরুল ইসলামের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

 

এই ঘটনায় স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। তবে মাদক ও চুরি প্রতিরোধে প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল।

Aucun commentaire trouvé


News Card Generator