close

লাইক দিন পয়েন্ট জিতুন!

কালাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা..

Md. Sajibul Islam Pavel avatar   
Md. Sajibul Islam Pavel
****

কালাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

সজিবুল ইসলাম পাভেল (কালাই) জয়পুরহাট:

মেয়াদ উত্তীর্ণ, অনুমোদনহীন ও অনিরাপদ খাদ্য ও পণ্য সংরক্ষণ এবং বিক্রির দায়ে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১১ হাজার ৫শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে জয়পুরহাটের কালাই উপজেলার পাঁচশিরা ও নুনুজ বাজারে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক কালাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিমা আক্তার জাহান এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফতেকার রহমান পৃথক পৃথকভাবে এ অভিযান পরিচালনা করে ব্যবসায়ীদের সতর্ক করেন।

এ সময় কালায় পাঁচশিরা বাজারে ১টি এবং নুনুজ বাজারে তিনটি দোকানে ভোক্তা সংরক্ষণ অধিকার আইনে মোট ৪টি দোকানে ৯ হাজার ৫০০ টাকা, পেট্রোলিয়াম আইন ২০১৬ অনুযায়ী ১টি দোকানে ১৫শ' এবং ধূমপান ও তামাকজাত পণ্য নিয়ন্ত্রণ আইনে ১ টি দোকানে ৫শ' টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় কালাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা আক্তার জাহান বলেন, বিভিন্ন দোকানে অনেক খাবারগুলো আছে যা মানুষের বা শিশুদের জন্য খুবই ক্ষতিকর। আমরা এজন্যই অভিযান পরিচালনা করছি। কালাই উপজেলার আর যে হাট-বাজারগুলো আছে সবগুলোতে ধারাবাহিকভাবে এ অভিযান অব্যাহত থাকবে।

Комментариев нет