close

লাইক দিন পয়েন্ট জিতুন!

কায়সার কামালের অর্থায়নে ৮ম ধাপে আরো ৪০ জনের চোখের সফল অপারেশন সম্পন্ন..

Rajesh Gour avatar   
Rajesh Gour
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের  নির্দেশনায় দলটির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের মানবিক উদ্যোগে শত শত দু:স্থ-অসহায় মানুষ ফিরে পাচ্ছেন চোখের আলো। ..

এ পর্যন্ত নেত্রকোণার দুর্গাপুর উপজেলার বিভিন্ন গ্রামের তিন শতাধিক সাধারণ মানুষ কায়সার কামালের সহযোগিতায় চোখের চিকিৎসা পেয়ে পুরোপুরি সেরে উঠেছেন।

মানবিক এই উদ্যোগের ধারাবাহিকতায় সোমবার (১৮ আগস্ট) ৮ম ধাপে আরো ৪০ জন রোগীর চোখের ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। ময়মনসিংহের ডা. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতালে তাদের অপারেশন করা হয়। তাদের মধ্যে ২৩ জন নারী ও ১৭ জন পুরুষ রয়েছেন।

'আর্তমানবতার সেবায় বিএনপি' এই ভাবনাকে উপজীব্য করে গরীব অসহায় মানুষকে  চক্ষু চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেবার এই উদ্যোগ নিয়েছেন কায়সার কামাল।

দুর্গাপুর উপজেলার এই চোখের রোগীরা  দীর্ঘদিন ধরে ছানি সমস্যায় ভুগলেও অর্থ সংকটে এতদিন চিকিৎসা করাতে পারেননি। কায়সার কামাল সম্পূর্ণ নিজ খরচে তাদের চিকিৎসার ব্যবস্থা করেছেন। 

৮ম ধাপে যাদের চোখের ছানি অপারেশন করা হয়েছে তারা বলেন, এই উদ্যোগের ফলে    তারা আবারো স্বাভাবিক চলাফেরা ও কাজকর্ম করতে পারবেন।

এই রোগীদের অপারেশন ছাড়াও তাদের  খাওয়াদাওয়া, ঔষধ, যাতায়াত সহ চিকিৎসা সংক্রান্ত অন্যান্য যাবতীয় খরচও বহন করছেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা। 

গত ১৯ জুলাই প্রথম ধাপে রোগীদের চোখের চিকিৎসা সম্পন্ন হয়। এরপর সাত ধাপে ৩০৪ জন রোগীর সফল অপারেশন করা হয়। ৮ম ধাপের রোগীদের নিয়ে সফল অপারেশন সম্পন্ন হওয়া রোগীর সংখ্যা মোট ৩৪৪ জন।

এই মানবিক কর্মযজ্ঞে দুর্গাপুর উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবকরা অক্লান্তভাবে কাজ করছেন।

স্থানীয় সূত্র জানায়,দুর্গাপুরের গুজিরকোণা গ্রামে ফ্রি মেডিকেল ও চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজনের মাধ্যমে ৯৩২ জন রোগীর চোখের ছানি অপারেশনের জন্য চূড়ান্ত করা হয়। পরবর্তীতে বিভিন্ন ধাপে রোগীদের চোখের অপারেশন করা হয়।

আর্তমানবতার কল্যাণে এই মানবিক কাজ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Ingen kommentarer fundet