৯ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেলে কাইচাইলের পলাশের মোড়ে ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সভাটি হয়। সভার উদ্দেশ্য ছিল বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের এমপি প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকুর আগমনকে ঘিরে সংগঠনকে প্রস্তুত করা।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক স্বনির্ভর বিষয়ক সম্পাদক গোলজার শরীফ, কাইচাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. ইব্রাহিম মিয়া, সহ-সভাপতি জয়নাল মেম্বারসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, বিএনপি দেশের গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে কাজ করছে। শামা ওবায়েদ রিংকুর আগমনকে কেন্দ্র করে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সমাবেশটি সফল করার আহ্বান জানানো
হয়।