close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

কাহালু পুলিশের অভিযানে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার, মাদক উদ্ধার ..

Sushanto Malakar avatar   
Sushanto Malakar
সুশান্ত মালাকার নিজস্ব প্রতিনিধিঃ

 

 

বগুড়ার কাহালু থানা পুলিশ গতকাল ২ আগস্ট শনিবার দিবাগত রাত অনুমান সাড়ে ১১ঘটিকায় সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কাহালু থানার এএসআই মোঃ মোজাম্মেল হক সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মোঃ বকুল সরদার (৪৪) পিতাঃ মোঃ বুলু সরদার, গ্রামঃ কালাই ঘোনপাড়া, থানাঃ কাহালু, জেলাঃ বগুড়াকে তার নিজ বাড়ী হতে গ্রেফতার করে। 
এবং তার হেফাজত হইতে ২৪ পিস মাদকদ্রব্য টেপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করে। 
এ ব্যাপারে কাহালু থানা পুলিশ বাদী হয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে একটি নিয়মিত মাদক দ্রব্য নিয়ন্ত্রণ  আইনের মামলা রুজু করে। পুলিশ জানায়, আজ রবিবার ৩ আগস্ট সকালে গ্রেফতারকৃত আসামিকে বগুড়া বিজ্ঞ আদালতে সপর্দ করা হয়েছে।  পুলিশ আরো জানায়, গ্রেফতারকৃত আসামি বকুল সরদার একজন কুখ্যাত এবং  তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে এ পর্যন্ত কাহালু থানা সহ অন্যান্য থানায় মোট ১৬ টি মাদক বিচারাধীন মামলা রয়েছে।

Hiçbir yorum bulunamadı