জুন মাসের বেতন ভাতা এখনো না পেয়ে চরম ষ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
আজ জুলাই মাসের ১৫ তারিখ। অথচ এখনো জুন মাসের বেতন-ভাতা পাননি দেশের হাজার হাজার এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা। নিয়ম অনুযায়ী মাস শেষ হওয়ার পরপরই তাদের বেতন পরিশোধ হওয়ার কথা থাকলেও এবার দীর্ঘসূত্রিতা চরম পর্যায়ে পৌঁছেছে।
ভুক্তভোগীরা বলছেন, এটি কি কোনো আমলাতান্ত্রিক জটিলতা, না কি নতুন ইএফটি (ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার) পদ্ধতির জটিলতা—তা তাদের কাছে বোধগম্য নয়। বেতন নিয়ে এমন অনিশ্চয়তা শিক্ষক ও কর্মচারীদের মনে প্রবল হতাশা আর ক্ষোভের জন্ম দিচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক ক্ষোভ প্রকাশ করে বলেন, “মাসের মাঝামাঝি চলে এসেছে, এখনো বেতনের কোনো হদিস নেই। আমাদের পরিবার-পরিজনের খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে। বারবার শিক্ষা অফিসে গিয়ে কোনো স্পষ্ট উত্তর মেলে না।”
তাদের অভিযোগ, প্রতি মাসেই নানা ছুতোয় বেতন বিলম্বিত হচ্ছে। কোনো মাসে বলা হয় ডিডিও কোডের সমস্যা, কোনো মাসে বলা হয় ব্যাংকের ইএফটি সমস্যার কথা। ফলে শিক্ষকদের চোখে এই প্রক্রিয়া এখন ‘বৈষম্যের নতুন উদাহরণ’।
এক শিক্ষক নেতার ভাষায়, “আমরা জীবনের সোনাল সময় শিক্ষাব্রতকে উৎসর্গ করেছি। অথচ আমাদের বেতন নিয়েও এত অনিশ্চয়তা! এটি অবমাননাকর।”
শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ইএফটির প্রক্রিয়া নতুন হওয়ায় কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তবে দ্রুত সমাধানের চেষ্টা চলছে।
তবে ভুক্তভোগীরা প্রশ্ন তুলেছেন—আর কতদিন এই ভোগান্তি চলবে? আর কত বৈষম্য তৈরি হবে শিক্ষক-কর্মচারীদের প্রতি? তারা দ্রুত জুন মাসের বেতন-ভাতা পরিশোধের দাবি জানিয়েছেন।
মোঃ ওমর আলী মোল্যা
মোবাইল -০১৭২৯৮৩৭৮৯৩
কালীগঞ্জ -গাজীপুর।