জুলাইযোদ্ধা তালিকায় আপত্তি তোলায় কিশোরের রক্তাক্ত পরিণতি, নরসিংদীতে ছাত্র আন্দোলনকারীর ওপর বর্বর হামলা..

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
জুলাইযোদ্ধা তালিকায় আপত্তি তোলায় কিশোরের রক্তাক্ত পরিণতি, নরসিংদীতে ছাত্র আন্দোলনকারীর ওপর বর্বর হামলা..

রিপোর্ট মেহেদী হাসান: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত থাকার ‘অপরাধে’ রক্তাক্ত হতে হলো নরসিংদীর এক কলেজপড়ুয়া কিশোরকে। ‘জুলাইযোদ্ধা’ তালিকায় প্রভাবশালীদের নামে আপত্তি তোলায় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছে ১৭ বছরের মিনহাজুর রহমান। এখন ঢাকায় মৃত্যুর সঙ্গে লড়ছেন তিনি।

হামলার ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দিবাগত রাতে, শহরের বিলাসদী এলাকায়। মিনহাজ নরসিংদী সরকারি কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র এবং বাসাইল এলাকার বাসিন্দা।

অভিযোগ উঠেছে, জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক নেত্রী ইভা আলমের মেয়ে জুলাইযোদ্ধা তালিকায় স্থান না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে তার স্বামী শাহ আলম—যিনি সদর উপজেলার ইউপি সচিব—এ হামলা চালান। সঙ্গে ছিলেন তার ভাই শাহেদ হোসেনসহ আরও ২০ জনের একটি দল।

তাদের বিরুদ্ধে অভিযোগ, সরকার ঘোষিত জুলাই অনুদানের তালিকায় জায়গা পেতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে চেষ্টা করেন তারা। তবে আন্দোলনকারী শিক্ষার্থীদের আবেদনের পর সেই নাম বাতিল হয়। এর জেরেই চালানো হয় এই নৃশংস হামলা।

প্রত্যক্ষদর্শী ও আহত ছাত্রের বন্ধু সাজিদ হোসেন বলেন, “আমরা শুধু অন্যায়ের প্রতিবাদ করেছিলাম। আজ বন্ধু মিনহাজের জীবন ঝুঁকিতে।”

নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ এন এম মিজানুর রহমান বলেন, “ছাত্রটির ফুসফুসে গুরুতর জখম হয়েছে। অবস্থা সংকটাপন্ন হওয়ায় দ্রুত ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।”

নরসিংদী মডেল থানার ওসি এমদাদুল হক জানান, “হামলার ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় নরসিংদী জুড়ে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে একটি নিরপরাধ কিশোরকে রক্তাক্ত করে দেওয়া কি ক্ষমতার অপব্যবহার নয়—এই প্রশ্নে মুখর এখন পুরো শহর।

没有找到评论


News Card Generator