টাঙ্গাইলের ভূঞাপুরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২৬ জুলাই (শনিবার) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আবু আবদুল্লাহ খান। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নাজমুল হাসান ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, ভূঞাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ মিজানুর রহমান, ভূঞাপুর সচেতন নাগরিক সমাজের সভাপতি মোঃ নূরুর রহমান তালুকদার সেলিম, জুলাই যোদ্ধা মোঃ হাসান আলী, সুজন প্রমুখ।
অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।