close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

জুলাই অভ্যুত্থান স্মরনে দিনাজপুর জামায়াতে ইসলামীর শহর কমিটির কর্মসূচি..

Salahuddin Ahmed avatar   
Salahuddin Ahmed
অংশগ্রহণের মাধ্যম ফিরে দেখা হবে ইতিহাস অনুভবের চেতনার গভীরতা
স্টাফ রিপোর্টার,দিনাজপুর  > জুলাই অভ্যুত্থান স্মরনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শহর কমিটির আহবানে  দিনাজপুরে নানান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই আয়োজনে অংশ গ্রহণের মাধ্যম ফিরে দেখা হবে ইতিহাস অনুভবের চেতনার গভীরতা।
 
আগামীকাল ২ আগষ্ট শনিবার সকাল ৯টা থেকে  ইনস্টিটিউট চত্তরে দিনব্যাপি আয়োজিত কর্মসূচির শুরুতে স্কুল শিক্ষার্থীদের জন্য ৩৬ জুলাই বিষয় রচনা প্রতিযোগিতা, একই সময়ে শুরু হবে জুলাই বিল্পব কেন্দ্রীক আলোকচিত্র প্রদর্শনী। এতে থাকবে শহীদ আবু সাঈদসহ নিহত এবং আহতদের আলোকচিত্রসহ জুলাই বিপ্লবের বেশ কিছু আলোকচিত্র এবং রাহবার সাংস্কৃতিক সংসদ এবং কালচারাল একাডেমির মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। পুরষ্কার বিতরনীর মধ্য দিয়ে শেষ হবে জুলাই অভ্যুত্থানের ১ম বর্ষপূর্তির আয়োজনের। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা কমিটির আমির অধ্যক্ষ আনিসুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দিনাজপুরের ৬টি সংসদীয় আসনে মনোনীত ৬জন এমপি প্রার্থী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহর কমিটির আমির মাওলানা সিরাজুস সালেহীন।
###
Không có bình luận nào được tìm thấy