close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আইনজীবী ফোরামের দোয়া মাহফিল অনুষ্ঠিত ..

Abdus Sattar avatar   
Abdus Sattar
জুলাই ২০২৪ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দিনাজপুর জেলা ইউনিটের উদ্যোগে আলোচনা, শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ..

 

, দিনাজপুর প্রতিনিধি : 

জুলাই ২০২৪ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দিনাজপুর জেলা ইউনিটের উদ্যোগে আলোচনা, শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৩১ জুলাই ২০২৫) বিকেল ৩টায় দিনাজপুর জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

আইনজীবী ফোরাম দিনাজপুর জেলা ইউনিটের আহবায়ক এ্যাড. আব্দুল হালিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আইনজীবী ফোরাম জেলা ইউনিটের সদস্য সচিব এ্যাড. মাহফুজুর রহমান খান বিপুল, জিপি এ্যাড. মোল্লা মোঃ সাখাওয়াত হোসেন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ খয়রাত আলী, আইনজীবী ফোরাম নেতা
এ্যাড. আনিসুর রহমান চৌধুরী, এ্যাড. আব্দুর রহমান সোহাগ, এ্যাড. রাশেদুল ইসলাম মানিক, এ্যাড. সাদিব গোলাম বিন নাসেরপ্রমুখ। এসময় আইনজীবী ফোরামের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জুলাই ২০২৪ গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত কামনাসহ দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ খয়রাত আলী।

 

Nema komentara