৫ আগস্ট ঐতিহাসিক জুলাই মাসের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে দিনাজপুরের নবাবগঞ্জে বিজয় মিছিল ও আলোচনা সভার আয়োজন করেছেন বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৩ টায় শহরে আনন্দ মিছিল বের করেন বিএনপি । জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। আনন্দ মিছিলে জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, উপজেলা বিএনপির সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সহ দলের নেতাকর্মী অংশ গ্রহন করে।
বিকেল ৫ টায় উপজেলা জামায়াত ইসলামীর কার্যালয় থেকে একটি বিজয় মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে । বিজয় মিছিলে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সূরা সদস্য আনারুল ইসলাম , উপজেলা জামায়াতে ইসলামীর আমীর নজরুল ইসলাম, সেক্রেটারি রেজাউল করিম সহ দলের নেতাকর্মীরা অংশ নেন।
বিকেল সারে ৫ টায় জাতীয় নাগরিক পার্টি(এনসিপি) নবাবগঞ্জ শাখার আয়জনে একটি বিজয় মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ৭১ চত্বরে এসে শেষ হয়।মিছিলে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।
বিজয় মিছিল শেষে ডাকবাংলা মোড় ৭১ মঞ্চে রাজনৈতিক দলগুলি আয়োজনে পৃথক পৃথক ভাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা জুলাইয়ের গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন। একই সাথে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।