close

লাইক দিন পয়েন্ট জিতুন!

জুলাই ঘোষণাপত্র না হওয়ার ব্যর্থতা বর্তমান অন্তর্বর্তী সরকারের- সাতক্ষীরার নাগরিকদের ভাবনা" শীর্ষক আলোচনা সভায় বক্তারা..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
দীর্ঘ ১০ মাসেও জুলাই ঘোষণাপত্র না হওয়ার ব্যর্থতা বর্তমান অন্তর্বর্তী সরকারের। 
বৃহস্পতিবার (১২ জুন '২৫) দুপুরে সাতক্ষীরা পাবলিক লাইব্রেরীতে "জুলাই ঘোষণাপত্র, সাতক্ষীরার নাগরিকদের ভাবনা&..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

দীর্ঘ ১০ মাসেও জুলাই ঘোষণাপত্র না হওয়ার ব্যর্থতা বর্তমান অন্তর্বর্তী সরকারের। 
বৃহস্পতিবার (১২ জুন '২৫) দুপুরে সাতক্ষীরা পাবলিক লাইব্রেরীতে "জুলাই ঘোষণাপত্র, সাতক্ষীরার নাগরিকদের ভাবনা" শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।

বক্তারা বলেন, ৫ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পরপরই জুলাই ঘোষণাপত্র তৈরি করা উচিত ছিলো। যা বাংলাদেশের জন্য খুবই জরুরী। ভবিষ্যতে এদেশে যাতে আর কোন ফ্যাসিস্ট সরকারের জন্ম না হয়, সেজন্য জুলাই ঘোষণাপত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আবশ্যিক। এটি দ্রুত বাস্তবায়ন হওয়া উচিত। ২৪ এর জুলাই -আগস্ট এর আন্দোলনে হাজার হাজার ছাত্র -জনতা রক্ত ঝরিয়েছেন। শহীদ হয়েছেন। আহত হয়েছেন। তাদের এই রক্ত যাতে বৃথা না যায়, সেজন্য জুলাই ঘোষণা পত্র গুরুত্বপূর্ণ। সংবিধান পরিবর্তনের আগেই জুলাই ঘোষণাপত্র করতে হবে। 
বক্তারা বলেন, পৃথিবীর কোনো দেশে যখন কোন বিপ্লব হয় এবং  পরবর্তী সরকার সব কিছুর আগেই একটি ঘোষণা পত্র তৈরি করে থাকে। যেটি ভবিষ্যৎ এর জন্য সংরক্ষিত থাকে।

দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, দীর্ঘ ১০ মাস পেরিয়ে গেলেও অন্তর্বর্তী সরকার আজও জুলাই আন্দোলনের ঘোষণাপত্র তৈরি করতে পারেনি । এ ব্যর্থতা বর্তমান সরকারের। 

নমরুদ, ফেরাউনের শাসন আমল ও ফ্যাসিস্ট খুনি হাসিনার শাসনামল একই রকম ছিলো উল্লেখ করে বক্তারা আরো বলেন, জুলাই ঘোষণা পত্র তৈরির পাশাপাশি ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার দ্রুত শেষ করতে হবে। চিহ্নিত অপরাধী প্রশাসনের কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। ভবিষ্যতে এদেশে আর কোন ফ্যাসিস্টের জন্ম না হয়, তার জন্য যা যা করার দরকার তা নিশ্চিত করতে হবে। 

আপ বাংলাদেশ এর কেন্দ্রীয় সদস্য মাসুদ রানার সঞ্চালনায় বক্তারা আরো বলেন, জুলাই আগস্ট এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন,রক্ত ঝরিয়েছেন তাদেরকে ভুলে গেলে চলবে না। এসমস্ত পরিবারের পাশে সরকারকে দাঁড়াতে হবে। রাজনৈতিক নেতৃবৃন্দদেরকেও দাঁড়াতে হবে। খোঁজখবর রাখতে হবে এসব পরিবারগুলোকে। যাদের আত্মত্যাগের বিনিময়ে দীর্ঘ ১৭ বছরের দু:শাসন থেকে এদেশের জনগণ মুক্তি পেয়েছেন। এরা আমাদের গর্বিত সন্তান।

ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) আয়োজিত সাতক্ষীরার নাগরিকদের ভাবনা শীর্ষক আলোচনায় সভাপতিত্ব করেন, আপ বাংলাদেশ এর কেন্দ্রীয় সদস্য আসমাউল হুসনা।

প্রধান বক্তা ছিলেন, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, এবি পার্টির সাতক্ষীরার আহ্বায়ক আব্দুল কাদের, জেলা বিএনপির যুগ্ম সচিব আবুল হাসান হাদী, সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ওমর ফারুক, শিক্ষক সাইফুর রহমান সাঈফ, জুলাই আন্দোলনে আহত জিল্লুর রহমান, আন্দোলনে শহীদ আনাছ বিল্লাহর বড় ভাই আরিফ বিল্লাহ, বৈষম্য বিরোধী কওমী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য সচিব মাকসুদুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাকিবুল ইসলাম প্রমুখ। 

এছাড়াও অনুষ্ঠানে শহীদ আলম সরদারের স্ত্রী আসমা খাতুন, জামায়াত নেতা জাহিদুল ইসলাম, শিবির নেতা আনিছুর রহমানসহ ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সুধীজনেরা আলোচনায় অংশ গ্রহণ করেন। 

Nema komentara