ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ভালুকা উপজেলার বিভিন্ন এলাকার দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ালেন ময়মনসিংহ জজ কোর্টের পিপি ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট আনোয়ার আজিজ টুটুল। শুক্রবার (৪ জুলাই) দুপুরে ভালুকা উপজেলা মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি শতাধিক দুস্থ মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করেন।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে অ্যাডভোকেট আনোয়ার আজিজ টুটুল বলেন, "জুলাই আন্দোলনের শহীদদের প্রতি আমাদের দোয়া প্রার্থনা করা উচিত। তাদের আত্মত্যাগ ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।" তিনি আরও বলেন, "সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমি সব সময় ভালুকার দুস্থ মানুষের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ।"
জুলাই আন্দোলন নিয়ে তিনি বলেন, “এটি একটি গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন ছিল, যেখানে শহীদরা রক্ত দিয়ে ইতিহাস লিখেছেন। তাদের আত্মত্যাগ বৃথা যেতে পারে না।”
এসময় আরও উপস্থিত ছিলেন ভালুকা বিএনপির স্থানীয় অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।