বান্দরবান প্রতিনিধি:মোঃ হাসান
জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে বান্দরবানে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ আগস্ট) বিকেলে ‘দ্যা রেড জুলাই’ বান্দরবান জেলা কমিটির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান দিকনির্দেশক হিসেবে ভূমিকা পালন করেন দ্যা রেড জুলাই বান্দরবান জেলা কমিটির সম্মানিত আহ্বায়ক জনাব আসিফ ইকবাল। তাঁর উদ্যোগেই এই গুরুত্বপূর্ণ স্মরণ কর্মসূচির আয়োজন সম্ভব হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব রবিউল হাসান, সংগঠক হাসান আল বান্না, সংগঠক রমজান আলী, সংগঠক রাশেদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিরা।
বক্তারা বলেন, “জুলাই আন্দোলন আমাদের ইতিহাসের এক সাহসী অধ্যায়। এই আন্দোলনের শহীদ ও আহতদের আত্মত্যাগ ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের রক্ত আমাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রেরণা জোগায়।”
দোয়া মাহফিলে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিতিদের প্রাণবন্ত অংশগ্রহণ ও আবেগঘন পরিবেশ প্রমাণ করে, এই আন্দোলন মানুষের হৃদয়ে গভীরভাবে স্থান করে নিয়েছে।