সমাবেশে হাজার হাজার মানুশের উপস্থিতি লক্ষ করা যায় লোক। 
সমাবেশ ব্যারিস্টার নূরুল হুদা জুনায়েদ , জুলকারনাইন জুম্মা, হিমেল আহমেদ, যৌথভাবে সঞ্চালনা করেন। প্রোগ্রাম কো-অরডিনেশন করেন ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ। 
এছাড়া, ড. ইউনূসকে স্বাগত জানাতে হোটেলের সামনে সকাল থেকে অবস্থান নেন কমিউনিটির নেতাকর্মীরা। গতপরশু ইউ কে আওয়ামিলীগের ডাকা প্রোগ্রামকে প্রতিহত করতে পাল্টা প্রোগ্রাম ঘোষনা দেয় এনসিপি ইউ কে। এবং সকালে ব্যানার সহ তাদের সরব উপস্থিতি দেখা যায়।এছাড়াও জামায়াতে ইসলামী, খেলাফত মজলিসসহ সমমনা দলের সংশ্লিষ্ট নেতা কর্মীদের উপস্থিতি ছিল। 
সমাবেশ এ এনসিপি নেতা ব্যারিস্টার নূরুল হুদা জুনায়েদ বলেন  সাবেক স্বৈরাচারী হাসিনা সরকার যেসব অন্যায় ও অপরাধ করেছে তার বিচার সম্পন্ন করা হোক।
উল্লেখ্য, চার দিনের সফরে লন্ডন পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১০ জুন) স্থানীয় সময় সকাল ৭টা ৫ মিনিটের দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তিনি।
জানা যায়, এই সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি রাজা চার্লসের দেওয়া ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
  
    close
  
  
         
লাইক দিন পয়েন্ট জিতুন!
যুক্তরাজ্যে সফররত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মোহাম্মদ ইউনূসের সমর্থনে লন্ডনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।..
			
				Không có bình luận nào được tìm thấy
							
		
				


















