ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ভালুকা উপজেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহবায়ক, সাবেক ছাত্রনেতা ও যুবনেতা, এবং উপজেলা বিএনপির নির্বাচিত সাংগঠনিক নেতা মজিবুর রহমান মজু-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ভালুকার রাজনীতি’ নামক একটি ফেসবুক আইডি থেকে অপপ্রচার চালানো হয়েছে। উক্ত অপপ্রচারে বলা হয়, সাবেক এমপি কাজিম উদ্দিন আহমেদ ধনুর সাথে থানার ওসির রুমে বৈঠক করেছেন মজু। এই তথ্যকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ভালুকা উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ মোঃ সুজন।
তিনি বলেন, “যখন ভালুকায় আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো নেতা মামলা করার সাহস করেননি, তখন মজু প্রকাশ্যে আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন এবং ৫ই আগস্টের ঘটনার পর আওয়ামী লীগের বিরুদ্ধে দায়েরকৃত মামলার তিনি নিজেই বাদী ছিলেন। তোফাজ্জল হত্যা মামলার আসামিদের গ্রেফতারে তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়মিতভাবে সহযোগিতা করে চলেছেন।”
তিনি আরও বলেন, “মজুর রাজনৈতিক জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল তার রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করতে অপপ্রচারে লিপ্ত হয়েছে। কিন্তু তারা কখনোই সফল হবে না। জনগণ জানে, মজু ভালুকার রাজনীতিতে সাহস, সততা ও গণমানুষের কণ্ঠস্বর। এ ধরনের মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
তিনি সকল নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানান, যেন তারা এ ধরনের গুজব ও ষড়যন্ত্রমূলক প্রচারণার বিরুদ্ধে সোচ্চার থাকেন এবং দলের শৃঙ্খলা বজায় রাখেন।