close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

যথার্থ  জুলাই যোদ্ধা ও মুক্তিযোদ্ধারা সরকারী রেভিনিউ পাক।                                                                     উপদেষ্টা  ফারুক ই আজম বী..

ফরিদ হোসেন খিজির avatar   
ফরিদ হোসেন খিজির
****


  যথার্থ  জুলাই যোদ্ধা ও মুক্তিযোদ্ধারা সরকারী রেভিনিউ পাক। সরকারী সুবিদা একবার দিয়ে তার কাছ থেকে নিতে হলে বহুমুখী ব্যাপার আছে ভূয়া মুক্তিযোদ্ধাদের  বিষয় তিনি এ কথা শনিবার আমতলী উপজেলার  চিলা হাশেম বিশ^াস মাধ্যমিক বিদ্যালয় বহুমুখী আশ্রয়নকেন্দ্রর প্রস্তাবিত স্থান পরিদর্শনের সময়  এক প্রশেরœ জবাবে বলেন অন্তবর্তীকালীন সরকারের  মুক্তিযোদ্ধা ,দুর্যোগ ব্যবস্থাপনাও ত্রান মন্ত্রনালয়ের উপদেষ্টা  ফারুক ই আজম বীর প্রতিক। 
বরগুনার আমতলীতে বহুমুখী ঘূর্নিঝড় আশ্রয়কেন্দ্র (প্রস্তাবিত) স্থান পরিদর্শন করেছেন অন্তবর্তীকালীন সরকারের দুর্যোগ ব্যবস্থাপনাও ত্রান মন্ত্রনালয়ের উপদেষ্টা ফারুখ ই আজম বীর প্রতিক। এসময় তার সাথে ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের সচিব মো.মোস্তাফিজুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের মহাপরিচালক রেজওয়ানুর রহমান,  বরগুনা জেলা প্রশাসক মো. শফিউল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ আল মাসুদ, বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হান্নান প্রধান, আমতলী উপজেলা নির্বাহী অফিসার রোকনুজ্জামান সহ বিভিন্ন দপ্তরের দায়িত্বে থাকা কর্মকর্তাগণ।
 দুপুর ১২ টায় আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের চিলা হাশেম বিশ^াস মাধ্যমিক বিদ্যালয় বহুমুখী ঘূর্নিঝড় আশ্রয় কেন্দ্র, পূর্ব কচুপাত্রা ছলেহিয়া দাখিল মাদ্রাসা বহুমুখী ঘূর্নিঝড় আশ্রয় কেন্দ্র,চুনাখালী মাধ্যমিক বিদ্যালয় কাম বহুমুখী ঘূর্নিঝড় আশ্রয় কেন্দ্রর প্রস্তাবিত স্থান গুলো পরিদর্শন করেন। 
 

Nenhum comentário encontrado


News Card Generator