যশোরের শীর্ষ সন্ত্রাসী ও ২৪ মামলার পলাতক আসামি ষষ্ঠীতলার ইব্রাহিম হোসেন ডলারকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ সদস্যরা।
সোমবার (২৩ জুন) রাত দশটায় শহরের রেলগেট এরাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আসামি ইব্রাহিম হোসেন ডলার ষষ্টিতলা এলাকার বাচ্চু মিয়ার ছেলে। ডিবি জানায়, আসামি ইব্রাহিম হোসেন ডলারের বিরুদ্ধে যশোরসহ বিভিন্ন থানায় খুন, অস্ত্র, বিস্ফোরক, মাদক ও দ্রুত বিচার আইনে মোট ২৪টি মামলা রয়েছে। এরমধ্যে ৫টি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। দীর্ঘদিন ধরে সে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। গ্রেফতারের পর তাকে আজ আদালতে সোপর্দ করা হয়েছে।
close
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
No se encontraron comentarios



















