close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

যশোরের রূপদিয়ায় রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় শ্রমিকের মৃত্যু।..

রাসেল মাহমুদ avatar   
রাসেল মাহমুদ
যশোর সদরের রূপদিয়া বাজার সংলগ্ন মুনসেফপুর মোড়ের আলফা গোডাউনের সামনে ট্রাকের ধাক্কায় মোয়াজ্জেম হোসেন (৬০) নামে এক ব্যক্তি মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে রূপদিয়া বাজারের পূর্বমাথা..

রাসেল মাহমুদ।।
যশোর সদরের রূপদিয়া বাজার সংলগ্ন মুনসেফপুর মোড়ের আলফা গোডাউনের সামনে ট্রাকের ধাক্কায় মোয়াজ্জেম হোসেন (৬০) নামে এক ব্যক্তি মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার রূপদিয়া বাজারের পূর্বমাথায় যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোয়াজ্জেম হোসেন বাঘারপাড়া উপজেলার ছাতিয়ানতলা ভায়না গ্রামের মৃত সাদেক মোল্যার ছেলে এবং হাটবিলা-বয়রাতলায় অবস্থিত শিখা অয়েল মিলসের শ্রমিক হিসেবে কাজ করতেন।



নিহতের ছেলে আব্দুর রহিম জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও বাইসাইকেলে কর্মস্থলে যাচ্ছিলেন মোয়াজ্জেম হোসেন। পথিমধ্য রূপদিয়ায় মহাসড়ক পার হওয়ার সময় একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যান। পরে পথচারী মোস্তফা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।

যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক রবিউল ইসলাম ইমন জানান, মোয়াজ্জেম হোসেনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার মাথায় আঘাতজনিত রক্তক্ষরণ হয় এবং শরীরে রক্তের প্রয়োজন ছিল। তবে স্বজনদের অনুপস্থিতির কারণে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

نظری یافت نشد