যশোরের নারিকেলবাড়িয়ার ইউপি চেয়ারম্যান বাবলু সাহা আটক

সুভাষ মজুমদার avatar   
সুভাষ মজুমদার
যশোরের বাঘারপাড়ার নারিকেলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবলু কুমার সাহা আটক..

যশোরের বাঘারপাড়ার নারিকেলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবলু কুমার সাহাকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে নারিকেলবাড়ীয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ ফকির তাইজুর রহমান।বাঘারপাড়ায় আওয়ামী লীগের ৩০৮ জন নেতা-কর্মীর বিরুদ্ধে গত বছরের ডিসেম্বরে বন্দবিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক খোকন লস্কর বাদী হয়ে বাঘারপাড়া থানায় একটি মামলা করেন। ওই মামলায় সন্দেহভাজন আসামি চেয়ারম্যান বাবলু কুমার সাহাকে আটক দেখানো হয়েছে।এর আগে গত ৯ মে রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুনজুর রশিদ স্বপনকে আটক করে ডিবি পুলিশ। তিনি বর্তমানে জেলহাজতে রয়েছেন।এছাড়াও, বিস্ফোরক আইনের এ মামলায় জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী, জহুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দিলু পাটোয়ারী এবং সাবেক জেলা পরিষদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী ভোলাকে আসামি করা হয়। মামলায় আসামিদের বিরুদ্ধে ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি বিএনপির কেন্দ্রঘোষিত ইউনিয়ন পদযাত্রা কর্মসূচি চলাকালে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগ আনা হয়।বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ ফকির তাইজুর রহমান সাংবাদিকদের জানান, চেয়ারম্যান বাবলু কুমার সাহাকে শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

没有找到评论


News Card Generator