close

লাইক দিন পয়েন্ট জিতুন!

যশোরের যশোর সড়ক সমিতি বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতিভুক্ত হলো।..

সুভাষ মজুমদার avatar   
সুভাষ মজুমদার
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির অন্তর্ভুক্ত হলো যশোর জেলা সড়ক পরিবহন মালিক সমিতি..

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির অন্তর্ভুক্ত হলো যশোর জেলা সড়ক পরিবহন মালিক সমিতি। ২৭ মে মঙ্গলবার সংগঠনের মহাসচিব সাইফুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে এই অনুমোদনের কথা জানানো হয়েছে।চিঠিটি প্রেরিত হয়েছে যশোর জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর। ওই চিঠিতে যশোর জেলা সড়ক পরিবহন মালিক সমিতির বর্তমান কমিটিকে আগামী দুই বছরের জন্য অনুমোদন করা হয়েছে। এই কমিটি গঠিত হয়েছিল চলতি বছরের ২২ ফেব্রুয়ারি।চিঠির অনুলিপি যশোরের জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং বিআরটিএ যশোরের সহকারী পরিচালক বরাবর প্রেরিত হয়েছে।যশোর জেলা সড়ক পরিবহন মালিক সমিতি সূত্রে জানা গেছে, দীর্ঘদিন সংগঠনটি কার্যক্রম পরিচালনা করে আসলেও তা মূলত অভিভাবকহীন হিসেবে পরিচালিত হয়েছে। বর্তমান নেতৃত্ব দায়িত্ব গ্রহণের পর সংগঠনকে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির অন্তর্ভুক্ত করার বিষয়ে উদ্যোগী হয়।এ ব্যাপারে যথাযথ পদ্ধতি অনুসরণ করার পর যশোর জেলা সড়ক পরিবহন মালিক সমিতিকে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির অন্তর্ভুক্ত করে নেওয়া হলো।

এ বিষয়ে সংগঠনের সাধারণ নীতিমালা অনুসরণের শর্ত জুড়ে দেওয়া হয়েছে চিঠিতে।যশোর সমিতির সভাপতি পবিত্র কাপুড়িয়া, সাধারণ সম্পাদক আনিসুর রহমান লিটন। অন্যান্য নেতারা হলেন কার্যকরী সভাপতি বদরুজ্জামান বাবলু, সহসভাপতি দাউদ হোসেন খান, মুসলিম আলী ও হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক জসীম উদ্দীন, সহসম্পাদক তারেক হোসেন, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, প্রচার সম্পাদক মাহমুদুল হাসান তোতা।এছাড়া, ১৪ জন কার্যনির্বাহী সদস্য রয়েছেন কমিটিতে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator