close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

যশোরে তারেক সরদার নামে এক যুবকের লাশ উদ্ধার

MAHADI HASSAN RIPON avatar   
MAHADI HASSAN RIPON
যশোরে তারেক সরদার নামে এক যুবকের লাশ উদ্ধার

মেহেদী হাসান রিপন,স্টাফ রিপোর্টারঃ যশোরের কেশবপুর উপজেলায় তারেক সরদার (২৩) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে গৌরীঘোনা ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার একটি ঘাসক্ষেত থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। পুলিশের ধারণা, ভ্যানচালক তারেককে বুধবার রাতে দুর্বৃত্তরা হত্যা করে লাশ ফেলে গেছে। লাশের গলায় ক্ষতের চিহ্ন এবং একটি কান দিয়ে রক্ত বেরোনোর লক্ষণ দেখা গেছে।এ ঘটনায় কেশবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি যশোর মর্গে পাঠানো হয়েছে। তবে এখনো পর্যন্ত হত্যার কারণ বা এই ঘটনার সাথে জড়িত কাউকে চিহ্নিত করা যায়নি।

Aucun commentaire trouvé