শনিবার (১৯ এপ্রিল) দুপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির দুই নেতা'কে বহিস্কার করেছে। যশোর সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ও চাঁচড়া ইউপির ৩নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতির বিরুদ্ধে দলীয় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকায় তাদেরকে পদসহ প্রাথমিক সদস্যপদ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে দলীয় সব কার্যক্রম থেকে তাদের বিরত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক জানান, গত ১৭ এপ্রিল ভোরে সদর উপজেলার করিচিয়া গ্রামে একটি রাস্তা নির্মাণকে কেন্দ্র করে সালিশ বসান এই দুই নেতা। এরপর তারা ওই গ্রামের মালেকা বেগম নামের এক নারীর সেমিপাকা বাড়ি ভেঙে ফেলেন। বিষয়টির ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দলীয় শৃঙ্খলার কারণে তাদের বহিষ্কার করা হয়।
ক্ষতিগ্রস্ত মালেকা বেগমের ছেলে শাকির আহমেদ অভিযোগ করে বলেন, প্রতিবেশীর সঙ্গে রাস্তার জমি নিয়ে বিরোধ চলছিল। সালিশের নামে বিএনপি নেতারা বাড়ির মাঝখান দিয়ে রাস্তা কেটে তিনটি আধাপাকা ঘর ভেঙে দেয় এবং ঘরের আসবাবপত্র লুট করে। বাধা দিতে গেলে তাকে আটকে রাখা হয়। পরে ৯৯৯-এ ফোন দিলে পুলিশ এসে তাকে উদ্ধার করে।
এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে এবং অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।
close
লাইক দিন পয়েন্ট জিতুন!
לא נמצאו הערות