close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

যশোরে মাদকবিরোধী অভিযানে ১৫০ বোতল রেক্টিফাইড স্পিরিটসহ এক ব্যক্তি আটক..

Eng. Nurullah Al Mamun avatar   
Eng. Nurullah Al Mamun
মোঃ নুরুল্লাহ (অভয়নগর, যশোর) প্রতিনিধি :যশোরের ঝিকরগাছায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১৫০ বোতল রেক্টিফাইড স্পিরিটসহ জাকির হোসেন নামে এক ব্যক্তি আটক হয়েছেন। তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।..

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১৫০ বোতল রেক্টিফাইড স্পিরিটসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

রোববার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে ঝিকরগাছা উপজেলার বারবাকপুর বিশ্বাসপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে যশোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল।

আটক ব্যক্তির নাম জাকির হোসেন (৪৩)। তিনি ওই এলাকার শাহাজুল ইসলামের ছেলে। অভিযানের সময় তার কাছ থেকে ১৫০ বোতল রেক্টিফাইড স্পিরিট জব্দ করা হয়।

অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) শেখ আবুল কাশেম বাদী হয়ে ঝিকরগাছা থানায় জাকির হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে যশোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ আসলাম হোসেন বলেন, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

Ingen kommentarer fundet


News Card Generator