close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

যশোরে যুবককে ছুরিকাঘাত; প্রেমঘটিত দ্বন্দ্ব অভিযুক্ত পলাতক..

রাসেল মাহমুদ avatar   
রাসেল মাহমুদ
****

যশোরে প্রেমজনিত বিরোধের জেরে এক যুবককে ছুরিকাঘাতে আহত করেছে এক প্রতিদ্বন্দ্বী যুবক। শনিবার বিকেল ৪টার দিকে শহরের বারান্দীপাড়া বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত যুবক হলেন বারান্দীপাড়ার মোস্তফার ছেলে সোহাগ হোসেন (২০)।

স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার মুন্না (২০) নামের এক যুবক তার স্ত্রীর সঙ্গে সোহাগের প্রেমের সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতেন। এ নিয়ে শনিবার বিকেলে বউবাজার মাঠ এলাকায় তাদের মধ্যে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে মুন্না রাগের মাথায় ছুরি দিয়ে সোহাগের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে সোহাগ রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা আহত সোহাগকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন।

যশোর কোতোয়ালি থানার সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকেই অভিযুক্ত মুন্না পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator