যশোরে জ্যান্ত মাটিচাপা দেওয়া অজ্ঞাত ব্যক্তি উদ্ধার

সুভাষ মজুমদার avatar   
সুভাষ মজুমদার
যশোর মনিরামপুর থেকে জ্যান্ত মাটিচাপা দেওয়া অজ্ঞাত ব্যক্তি উদ্ধার

যশোরের মনিরামপুরে মারপিট করে ধান ক্ষেতে জ্যান্ত মাটি চাপা দেওয়া অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেছে স্থানীয় লোকজন। শনিবার (২৮ জুন) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে মনিরামপুর-ঝিকরগাছা সড়কের ভাণ্ডারী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা ধারণা করছে ঝিকরগাছা উপজেলার অধিবাসী নাম পরিচয় বিহীন অজ্ঞাত এই ব্যক্তিকে দূর্বৃত্তরা হয়তো হত্যার উদ্দেশ্য মারপিট করে রাতের আঁধারে এখানে মাটি চাপা দিয়ে রেখে যায়।

লোকটির ঘ্যাগরানী শুনতে পেয়ে স্থানীয় পথচারী লোকজন বিষয়টি টের পেয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। তবে, উদ্ধার এ ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি।

Walang nakitang komento


News Card Generator